Advertisement

sujit Bose News : ​'CBI-র তলব! TV-তে দেখলাম' একদম অবাক মন্ত্রী সুজিত বসু, তিনি কিছুই জানেন না

এই মুহূর্তে বাংলার রাজনীতির সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদের কখন যে CBI তলব পড়বে সেটা বোঝা মুশকিল। এই যেমন সুজিত বসুর কথাই ধরুন। তাঁকে তলব করে CBI। কিন্তু বিষয়টা শুনে মন্ত্রী রীতিমতো হা। বলছেন তিনি বিষয়টা নাকি জানতেনই না। তিনি টিভি দেখে বিষয়টা জানতে পেরেছেন। এতো গেল মন্ত্রী কথা। কিন্তু CBI কী বলছে এই নিয়ে? পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে ডেকে পাঠানো হয়েছে। মন্ত্রীর কথায় এই তলব টলব নিয়ে তিনি কিছু জানেন না।

cbi summoned Sujit Bose in municipality recruitment scam

Advertisement