চন্দ্রযান তখনও চাঁদের দক্ষিণ মেরুতে নামেনি। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে এক সরকারি অনুষ্ঠানে যান। সেখানেই চন্দ্রযান ৩-এর সাফল্য কামনা করেন। তিনি ইসরোর বিজ্ঞানীদের আগাম শুভেচ্ছাও জানান। সেই সঙ্গে তিনি বলেন, চাঁদে থাকাকালীন রাকেশ রোশনের থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জানতে চেয়েছিলেন, মহাকাশ থেকে চাঁদকে কেমন দেখতে লাগছে। রাকেশ শর্মার বদলে অভিনেতা রাকেশ রোশন বলায় সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যায়।