শাসক-বিরোধী তর্কাতর্কি শুনতে শুনতে সাধারণ মানুষও মৃত্যগুলিকে সংখ্যা ছাড়া আর কিছু দেখেন না। ভাবেন, এর ফলে ও ভোটে হারবে কি? ও ভোটে জিতবে কি? হিংসা থেকে গোটা বিষয়টি চলে যায় ভোটের অঙ্কে। রাজনৈতিক হিংসা নিয়ে তর্ক-বিতর্কে সামাজিক অবক্ষয়ের কথা তুলে ধরলেন চন্দ্রিল ভট্টাচার্য। তাঁর কথায়,'গুন্ডার দল থাকে না। শতরূপকে গুন্ডা এখন সৌগত রায়দের। তারাই পরে শমীক ভট্টাচার্যদের হবে। রাজনৈতিক দল খালি দেখে কী করলে ভোট আসবে। আপনারা যদি বুঝিয়ে দেন হিংসা করলে ভোট পাবেন না। তাহলে করবে না। দায়টা আসে সাধারণ মানুষের উপরে।'
Chandril Bhattacharya On Political Violence