scorecardresearch
 
Advertisement

Chandrima Bhattacharya on Jahangirpuri Incident: 'হাথরাসের পর জাহাঙ্গিরপুরীতেও TMC-র প্রতিনিধি দলকে বাধা', BJP-র বিরুদ্ধে সরব চন্দ্রিমা

Chandrima Bhattacharya on Jahangirpuri Incident: 'হাথরাসের পর জাহাঙ্গিরপুরীতেও TMC-র প্রতিনিধি দলকে বাধা', BJP-র বিরুদ্ধে সরব চন্দ্রিমা

দিন কয়েক আগে দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকায় হনুমান জয়ন্তী মিছিলের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। সেই অশান্তিকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। ওই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে আনসার নামক এক ব্যক্তির নাম উঠে এসেছে। শুক্রবার তৃণমূলের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি দিল্লির জাহাঙ্গিরপুরীতে পৌঁছয়। কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে ঘটনাস্থলে পৌঁছতে পারেনি সেই দল। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে জায়গাটি। তাদের অভিযোগ, ইচ্ছে করে তৃণমূলের এই প্রতিনিধি দলকে ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি। এই প্রসঙ্গে আজ সাংবাদিক সম্মেলনে বিজেপিকে তোপ দাগেন চন্দ্রিমা ভট্টাচার্য।

Chandrima Bhattacharya slams bjp on Jahangirpuri Incident

Advertisement