মেডিকেল কলেজে সিসিটিভি, বিশ্রাম কক্ষ, শৌচাগার তৈরির কাজ এগোচ্ছে বলে জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ। সব জায়গায় সিসিটিভি বসানোর কাজ ৪৫%-এরও বেশি হয়ে গিয়েছে বলে জানালেন তিনি। বেশিরভাগ কাজ ১০ অক্টোবরের মধ্যেই হয়ে যাবে। পুজোর জন্য কিছুটা সময় লাগলেও, ১৫ অক্টোবরের মধ্যে সব 'অপারেশনাল' হয়ে যাবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এমতাবস্থায়, চিকিৎসকদের কর্মবিরতি শেষ করে কাজে ফেরার অনুরোধ জানালেন মুখ্য সচিব।