দোলের উৎসবে ভাংড়া নাচলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনধান্য প্রেক্ষাগৃহে হোলি ও দোল উপলক্ষে মিলন উৎসবের আয়োজন করেছিল রাজ্য সরকার। সেখানে রবীন্দ্র সংগীত, ডান্ডিয়ার সঙ্গে ভাংড়াও নাচও হল। 'হায়ো রাব্বা' গানে শুরু হয় ভাংড়া। হাতের মুদ্রা ভাংড়ার আদলে করে নাচেন মমতাও।