ছটপুজোর ঠেকুয়া চেয়ে খান মমতা বন্দ্যোপাধ্যায়। হেস্টিংসে ছট পুজো উদ্বোধনে এসে বললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাড়ির সামনে লিট্টি ছাতু প্রায়ই খান তিনি। এমন কি তাঁর সিকিউরিটি অফিসার এবং ড্রাইভার বিহারী। তাই তিনি বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ুবাসীদের সঙ্গে ঝগড়া করন না তিনি।