সন্দেশখালিতে RSS-র ঘাঁটি রয়েছে। সেখানে আগেও অশান্তি পাকানো হয়েছিল। এখনও সেইরকমই অশান্তি চলছে। মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বললেন, শেখ শাহজাহানকে টার্গেট করেছিল ইডি। সেখান থেকে কিছু লোককে বের করে দিয়ে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে আশান্তি বাধানো হয়েছে। মঙ্গলবার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্বলছে সন্দেশখালি। স্থানীয় মহিলাদের উপর চরম নির্যাতনের অভিযোগ সামনে আসতেই রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। শাসকদলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে উঠেছে মহিলা নির্যাতনের অভিযোগ। রাজ্য পুলিশের বিরুদ্ধে নিস্ত্রিয়তার অভিযোগও উঠছে। এরই মধ্যে বিধানসভায় দাঁড়িয়ে সন্দেশখালি নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট বক্তৃতা দিতে গিয়ে মমতা সন্দেশখালি নিয়ে বললেন, কখনও অন্যায়কে প্রশ্রয় দিইনি।
CM Mamata Banerjee explains why there is so much chaos in Sandeshkhali