'বাংলায় আরও বিনিয়োগ করুন। আমাদের সরকার সব রকম সহযোগিতা করবে'। বুধবার নিউটাউনের হাতিশালায় ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভারতের পছন্দের আইটি গন্তব্য হয়ে উঠেছে বাংলা। বুধবার নিউটাউনের হাতিশালায় ১৭ একর জমির উপরে দ্বিতীয় ক্যাম্পাসটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অন্তত ৪ হাজার কর্মসংস্থান হবে এই ক্যাম্পাসে। মুখ্যমন্ত্রীর আশা প্রযুক্তিক্ষেত্রে রাজ্যে আরও কর্মসংস্থান হবে।