Advertisement

Mamata Banerjee On Bengal By Election Result: কৃতিত্ব দিলেন মানুষকে, একুশে জুলাই জয় উৎসর্গ করার ঘোষণা মমতার

মুম্বই থেকে ফিরে বিমানবন্দরে নেমেই জয়ের শুভেচ্ছাবার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "চারটি আসনের একমাত্র মানিকতলা আমাদের ছিল, গত ২ বছর কোর্টে কেস করে এখানে ভোট করতে দেয়নি, জেতাটা খুব ভালো জেতা। চারটির মধ্যে তিনটি বিজেপির সিট ছিল, চারটিই জিতেছে তৃণমূল। এর জন্য মানুষকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই জয় মানুষের জয়। নতুন করে সমাজ সংস্কার, বাংলার অস্তিত্ব রক্ষায় শান্তি, সম্প্রীতি সংহতি নিয়ে আগামী দিনে কাজ করব। লোকসভা ও বিধানসভা নির্বাচনের জয় উৎসর্গ করব একুশে জুলাই। অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ ভোট দিচ্ছে।"

Advertisement
POST A COMMENT