Advertisement

Mamata Banerjee: 'যারা টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন...', মহাকুম্ভ নিয়ে যোগী সরকারকে নিশানা মমতার

মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' বলে বিজেপি ও উত্তরপ্রদেশের যোগী সরকারকে তীব্র নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিজেপি-কে নিশানা করার সময় মুখ্যমন্ত্রীর কটাক্ষ, 'প্ল্যানিং না করে এত হাইপ তুললেন? এত লোকের মৃত্যু!' মঙ্গলবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যোগী সরকারকে সরাসরি আক্রমণ করে বললেন, 'মহাকুম্ভ আমি আর নাই বা বললাম। ওটা তো এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। মৃত্যুকূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি। শ্রদ্ধা জানাই পবিত্র গঙ্গা মাকে। কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুললেন? এত লোকের মৃত্যু! বললেন ৩০ জন। কথাটা সঠিক? কত ডেডবডি নদীতে ভাসিয়ে দিয়েছেন? কত হাজার হাজার ডেডবডি। ৮ বার আগুন লেগেছে।'

Advertisement
POST A COMMENT