Advertisement

Complaint Against Nusrat Jahan To ED: আবাসন দুর্নীতিতে নুসরতের পাশে নেই TMC, লোকসভায় টিকিট ভোকাট্টা

একের পর এক দুর্নীতির অভিযোগে একেবারে নাজেহাল অবস্থা ঘসফুল শিবিরের। তার ওপর ফের বাড়িতি চাপ বাড়িয়েছে সাংসদ নুসরত জাহান। তার বিরুদ্ধে সম্প্রতি আবাসন দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। যা নিয়ে সংবাদমাধ্যমে তোলপাড় চললেও কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল। বিকেলে তৃণমূলের এক মুখপাত্রের কাছে এই নিয়ে প্রশ্ন করলেও এব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেন তিনি। তৃণমূলের ওই মুখপাত্র বলেন, আবাসন দুর্নীতির অভিযোগে আপাতত নুসরতের পাশে দল নেই। নুসরত যা করেছেন তা তার ব্যক্তিগত ব্যপার। এতে দল কোনো ভাবেই জড়িত নয়।

Complaint Against Nusrat Jahan To ED

Advertisement