Advertisement

Congress attacks Mamata Banerjee: মমতার পেপ টক 'ফোঁস' কর, মহিলা কংগ্রেস কর্মী শুনেই মমতাকে ধুয়ে দিলেন

আর জি কর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার প্রতিবাদ মিছিলে করল কংগ্রেস। কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে হয় এই প্রতিবাদ মিছিল। অধীর চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার ২৯ আগস্ট দুপুর ২ টোয় কলেজ স্কোয়ার থেকে শুরু হয় এই মিছিল। যা যায় শ্যামবাজার পর্যন্ত। তাদের দাবি, আর জি কর কাণ্ডে প্রকৃত বিচারের মাধ্যমে অপরাধীদের কঠোরতম শাস্তি চাই। আর সেই মিছিলেই এক কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির ফোঁস কর এই কথার পাল্টা দিলেন। তিনি বলেন, সবটাই অবান্তর অবাস্তব কথা বলছেন। তিনি মারধর করতে শেখাচ্ছেন।

Congress attacks Mamata Banerjee

Advertisement