Advertisement

Adhir Chowdhury:'দিদির মাথাব্যথা খোকাবাবুকে নিয়ে', ফের মমতা-অভিষেককে কটাক্ষ অধীরের

লোকসভার আগে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে কোমর বেঁধে লড়াইয়ে নেমেছে বিরোধী জোট ইন্ডিয়া। সেই জোটে একত্রিত হয়ে লড়ছে কংগ্রেস-তৃণমূল। এরই মধ্যে ইন্ডিয়ার সদস্য তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে একযোগে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। ১৩ তারিখে অভিষেকের ইন্ডিয়া জোটের বৈঠকে যোগদান না করার কারণে বিজেপির সঙ্গে সেটিংয়ের দাবি তুলেছেন তিনি। অধীর চৌধুরী দাবি করে বলেন, "যা সত্য তাই বলি। কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি, গরু পাচার সব কিছুতে তাদের নাম। আজ পার্থ, অনুব্রতদের জেলে ভরে দেওয়া হয়েছে। তা নিয়ে কারও মাথা ব্যথা নেই। দিদির মাথাব্যথা খোকাবাবুকে নিয়ে। কংগ্রেসকে বাংলায় নয় সারা ভারতবর্ষে খতম করতে অনেক দায়িত্ব নিয়েছিলেন খোকাবাবুর পিসি। আজ যখন পরাজিত, তিনি বুঝেছেন কংগ্রেসের কথাটা জীবনে না থাকলে আর গতি নেই। তাই কংগ্রেসকে অগতির গতি হিসেবে আশ্রয় করতে চাইছেন তিনি।"

Advertisement
POST A COMMENT