Advertisement

Mamata Banerjee: 'রেলটা যেন বেচার জন্য রেখে দিয়েছে', বালেশ্বর দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার  

রবিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।' তিনি বলেন, যতটুকু বলার ততটুকুই বলি। আমি রেলটা হাতের তালুর মতো চিনি। কাউকে আক্রমণ করিনি। মালদায় গেলাম ধাক্কা খেতে খেতে। তার মানে ব্যালেন্স নেই। অ্যান্টি কলিসন ডিভাইস কেন ছিল না? এই ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে ট্রেন থেমে যায়। লাইন কাটা থাকলে, গাড়ি পড়ে থাকলে বা চালক ঘুমিয়ে পড়লে সজাগ থাকবে। এখন রেল বাজেটই উঠে গিয়েছে। রেলটা যেন বেচার জন্য রেখে দিয়েছে।'  

Advertisement
POST A COMMENT