নাজিরাবাদের মোমো কারখানায় অগ্নিকাণ্ড নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বলেন, 'সবাইকে দেখা উচিত যে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে। এখন অভিযোগ পাল্টা অভিযোগের সময় নয়। উপযুক্ত সময়ে উপযুক্ত পদক্ষেপ করা উচিত। সংশ্লিষ্ট বিভাগকে এই বিষয়ে দায়িত্ব পালন করার দরকার'।
Governor CV Ananda Bose On Anandapur Momo Factory Fire Incident