গত রবিবার অর্থাত্ ২১ ডিসেম্বর কলকাতায় ম্যারাথনের উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই উদ্বোধনে একটি ভিডিও ভাইরাল। রাজ্যপাল পিস্তলে গুলি ছুড়বেন হাওয়ায়, ওদিকে শুরু হয়ে ম্যারাথন। এই হল ছিল ইভেন্ট। বোস হাতে পিস্তল নিলেন, তারপর মুখের সামনে পিস্তলটি ধরে বেমালুম চালিয়ে দিলেন। রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার সহ আশপাশের লোকজনের ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। রাজ্যপাল কিন্তু নির্বিকার। তিনি গুলি চালিয়ে দিয়েছেন। দৌড় শুরু হয়ে গিয়েছে। ব্যস। ডিউটি শেষ। কার, কী হল, ওতো ভেবে কী হবে! দেখুন সেই ভাইরাল ভিডিও।