Advertisement

DA Increase: নতুন বছরে সুখবর, রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য DA বাড়ালেন মমতা

নতুন বছরেই সুখবর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৪ শতাংশ ডিএ বাড়ছে সরকারি কর্মচারীদের। আজ পার্ক স্ট্রিটে ক্রিসমাস উৎসবের সূচনা অনুষ্ঠানে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা এই সিদ্ধান্তের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, '৪ শতাংশ ডিএ-র জন্য ২ হাজার ৪০০ কোটি খরচ হবে। উপকৃত হবেন প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মী।' যদিও একইসঙ্গে মুখ্যমন্ত্রী আবারও জানিয়ে দেন যে ডিএ পাওয়াটা সরকারের বাধ্যতামূলক নয়, ডিএ দেওয়া ঐচ্ছিক।' রাজ্য সরকারের ভাঁড়ারে টান থাকা সত্ত্বেও কর্মী ও তাঁদের পরিবারের কথা ভেবেই ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement
POST A COMMENT