বকেয়া DA-র দাবিতে 'পেন ডাউন'-এর পর এবার ডিজিটাল অসহযোগের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। DA থেকে চাকরিতে নিয়োগ নিয়ে সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মীদের আন্দোলন অব্যাহত। এরই মধ্যে সরকারকে ফের চাপে ফেলতে ডিজিটাল অসহযোগের ডাক। শনিবার, ১৮ মার্চ থেকেই ডিজিটাল অসহযোগের ডাক দেওয়া হয়েছে। কী এই ডিজিটাল অসহযোগ আন্দোলন ?