Advertisement

Da Protest-Naushad Siddiqui: ধর্নামঞ্চে অনশনে বসলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি

বকেয়া ডিএ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে অনশনে বসলেন আইএসএফ বিধায়ক নউশাদ সিদ্দিকি। এর আগেও ধর্না মঞ্চে দেখা গিয়েছে তাঁকে। এবার সরাসরি অনশনে যোগ দিলেন। শনিবার সকরারি কর্মীদের যৌথ মঞ্চের আন্দোলন ৫১ দিনে পা দিয়েছে। এদিন সকালে নওশাদ অনশন মঞ্চে যাওয়ার পর তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। এদিন তিনি বলেন, সূর্যাস্ত পর্যন্ত নির্জলা থাকবেন তিনি।

Advertisement
POST A COMMENT