Advertisement

Death at Kolkata Hotel: শহরের হোটেলে আত্মহত্যার ঘটনায় মৃত মা, আশঙ্কাজনক মেয়ে

কলকাতার হোটেল থেকে উদ্ধার মহিলার নিথর দেহ। অচৈতন্য অবস্থায় মেলে মেয়ে। কিড স্ট্রিটের একটি হোটেলে ঘটনাটি ঘটেছে। ঘুমের ওষুধ খেয়ে দু'জনের আত্মহত্যার চেষ্টা বলে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ। মেয়ের অবস্থা আশঙ্কাজনক। হোটেল রুম থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। সূত্রের খবর, পশ্চিম পুটিয়ারী ব্যানার্জি পাড়ার বাসিন্দা মা ও মেয়ে শহরের এক হোটেলে যান। সেখানেই আত্মঘাতী হন তারা। মেয়ে প্রাণে বেঁচে গেলেও মৃত মা। গত ১৪ বছর ধরে সপরিবার নিয়ে ব্যানার্জি পাড়ার ফ্ল্যাটে থাকতেন তারা। ছেলের বিয়ে হয় যায় বছর দশেক আগ। তারপর থেকে পরিবারকে কোনও আর্থিক সাহায্য দিত না ছেলে। মহিলার স্বামী মারা যান ৩ বছর আগে। তারপর থেকেই সংসারে আর্থিক টানাটানি শুরু হয়। 

Advertisement
POST A COMMENT