Advertisement

Debangshu Bhattacharya Exclusive: 'ওই হাওয়াই চটি পরা মেয়েটাই ঠিক আছে,' INDIA জোট, বাম-কংগ্রেস নিয়ে মুখ খুললেন দেবাংশু

'হীরক রাজার মতোই পতন ঘটবে নরেন্দ্র মোদীর।' বাংলা ডট আজতক ডট ইন-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন তৃণমূলের মুখপাত্র তথা আইটি ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। ২০২৪ সালে প্রধানমন্ত্রীর মুখ কে? দেবাংশুর কথায়,'হীরকরাজার পতনের পর আর কে রাজা হয়েছিলেন, তা দেখাননি পরিচালক।' সেই সঙ্গে ইন্ডিয়া জোট নিয়ে দেবাংশুর বলেন,'রাহুল ও সনিয়া গান্ধী যেখানে জোট নিয়ে নিয়ে বৈঠক করছেন, সেখানে চুনোপুঁটি নেতাদের কোনও গুরুত্ব নেই।'

Advertisement
POST A COMMENT