Advertisement

Dilip Ghosh: "যে খাওয়াতো সে হাসপাতালে" নকুলদানা প্রসাদ খাওয়ালেন দিলীপ ঘোষ

রাজ্যে ৩৫৫ বা ৩৫৬ ধারা প্রয়োগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। এই আতঙ্ক থেকে মুক্তি পেতে চাইছে। যাকে যোগ্য মনে করে ভোট দিয়েছিল তারাই লুঠ করছে। দিলীপ ঘোষ বলেন কেন্দ্রীয় সরকার তার ক্ষমতা প্রয়োগ করে রাজ্যের মানুষকে শান্তি দিক। হাঁসখালির ঘটনায় বুদ্ধিজীবীদের কোনও প্রতিক্রিয়া নেই। মোমবাতি মিছিল নেই, এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যারা আগে কথায় কথায় মোমবাতি মিছিল করতো তারা গেল কোথায়, নাকি মোমবাতি বাজারে পাওয়া যাচ্ছে না।

dilip ghosh distributes nakuldana and slams anubrata mandal

Advertisement