প্রধানমন্ত্রীর সভায় কি থাকবেন দিলীপ ঘোষ? বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বললেন,'দেখা যাক, এখনও ঠিক করিনি কোথায় যাব! যেতেও পারি, না-ও যেতে পারি। আমি কোথায় যাব সেটা দল ঠিক করে।' তিনি যোগ করেন,'আমরা সাধারণ কর্মী। রিজার্ভ ফোর্সের মতো থাকি। অর্ডার হলে নেমে পড়ি'।