টাইম ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকায় নরেন্দ্র মোদী (Narendra Modi) ও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রসঙ্গে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বললেন, হওয়া উচিত। উনিও ১০ বছরের বেশি ক্ষমতায় আসেন। কিন্তু বাংলার মানুষ জানে, কী রকম ভাবে চলছে বাংলা। শিক্ষকরা বিষ খাচ্ছেন, সরকারি কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন, পুলিশ বিদ্রোহ করছে। এগুলো বোধ হয় টাইম ম্যাগাজিন (Times Magazine) কর্তৃপক্ষ জানে না। ওরা রেজাল্ট দেখছে, কত ভোটে জিতেছে।
Dilip Ghosh reacts on both Narendra Modi and Mamat Banerjee in the influential persons list in Times Magazine