Advertisement

Dilip Ghosh Slams Oppositions: 'ফিসপ্রাই ডিপ্লোম্যাসি' থেকে পদ্মভূষণ প্রত্যাখ্যান, একাধিক ইস্যুতে বিরোধীদের তোপ দিলীপের

পদ্মভূষণ ইস্যুতে বামেদের ফের তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেই সঙ্গে তোপ দেগে তিনি বলেন, "পুরস্কার দিলে ভয়ের কি আছে। কিছু লোক আদতে অন্যের ভালো দেখতে পারেন না। কিছু লোক মোদী বিরোধিতা করতে গিয়ে নিজের পায়ে কুড়ুল মারছেন।" সেই সঙ্গে স্কুল না খোলা নিয়েও রাজ্য সরকারকে কটাক্ষ করেন এই বিজেপি নেতা।

Dilip Ghosh Slams Oppositions

Advertisement