Advertisement

Dilip Ghosh Slams TMC: 'বহু লোক গোয়ায় বেড়াতে যান, উনিও গেছেন,' অভিষেককে কটাক্ষ দিলীপের

ফের তৃণমূলকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন দিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে, তৃণমূলের উদ্দেশ্যে একের পর এক তোপ দাগেন তিনি। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরকেও কটাক্ষ করতে ছাড়েননি এই বিজেপি নেতা।

Dilip Ghosh Slams tmc and abhishek banerjee on goa election

Advertisement