বেশ কিছুদিন ধরেই রাজ্যে ৩৫৬ ধারা জারি করা নিয়ে বিরোধীরা সরব হয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও দাবি করেছেন ৩৫৬ ধারার। বুধবার ফের বিজেপির সর্ব ভারতীয় সহসভাপতি দিলীপ বললেন রাজ্যে ৩৫৬ ধারা জারি করার সময় এসেছে। দিলীপ ঘোষ বলেন, একটা সরকার একবছরও হয়নি জনমত নিয়ে এসেছে, তার মধ্যে ৩৫৬ ধারার দাবি উঠেছে মানে বোঝা যাচ্ছে সরকার কতটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।
dilip ghosh slams tmc on various issue