scorecardresearch
 
Advertisement

VIDEO: কেন্দ্র দিচ্ছে না কোভ্যাকসিন, কলকাতায় বন্ধ টিকাকরণ

VIDEO: কেন্দ্র দিচ্ছে না কোভ্যাকসিন, কলকাতায় বন্ধ টিকাকরণ

আপাতত কলকাতা (Kolkata)-য় বন্ধ কোভ্যাকসিন (CoVaxin)-এর টিকাকরন। কেন্দ্রীয় সরকার (Central Government) কোভিডের টিকা (Covid Vaccine) না পাঠানোর কারণে টিকা নেই কলকাতা পুরসভা (KMC)-র কাছে। কলকাতা পুরসভার মোট ৩৯টি কো-ভ্যাকসিন টিকা কেন্দ্র এবং রক্সি মেগা সেন্টারে টিকাকরণ বন্ধ থাকবে আজ, শুক্রবার থেকে। সোমবার থেকে ডেঙ্গি ড্রাইভে নামবে কলকাতা পুরসভা। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও হাসপাতালে ডেঙ্গু-ম্যালেরিয়া প্রতিরোধের ব্যবস্থা কেমন, তা খতিয়ে দেখবে কলকাতা পুরসভার প্রতিনিধিদল। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন অতীন ঘোষ। পাশাপাশি এদিন তিনি বলেন, কলকাতা পুরসভার ১১৫ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে যে দুয়ারে ভ্যাকসিন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে, তা বেআইনি। এর বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার, রাজ্য স্বাস্থ্য দফতর নেবে। দুয়ারে ভ্যাকসিন নামে কোনও প্রকল্প রাজ্য সরকার বা কলকাতা পুরসভার পক্ষ থেকে নেওয়া হয়নি।

Advertisement