Advertisement

Kumartuli Photo Shoot: প্রি-ওয়েডিং, সোশ্যাল ডিপি, দুর্গা সেজে ছবি, নন্দিনীদের ভিড় কুমোরটুলিতে

বাংলার সংস্কৃতির অন্যতম পীঠস্থান কুমোরটুলি। একবিংশ শতকেও বাঙালির ইতিহাস, নস্টালজিয়া। কুমোরটুলি শুধু আর ঠাকুরগড়ার জায়গা নয় বরং ছবি তোলার কেন্দ্রও হয়ে উঠেছে। সেজেগুজে দূরদূরান্ত থেকে যুবক-যুবতীরা ভিড় করছেন। কেউ কেউ দেবী পার্বতী সেজেও ছবি তুলছেন। কারও আবার প্রি-ওয়েডিং শ্যুট। নিজের হবু জীবনসঙ্গীকে নিয়ে চলে এসেছেন। সকলেরই লক্ষ্য একটা পারফেক্ট ডিপি। ক্যামেরাবন্দি করা বাংলার সংস্কৃতিকে।

Advertisement
POST A COMMENT