Advertisement

Durga Puja 2024: পুজো আর ১০০ দিন, কুমোরটুলিতে প্রতিমায় সীসামুক্ত রঙের প্রলেপ

পুজো আর বাকি ১০০ দিন। একাধিক মৃৎশিল্পী পয়লা জুলাই মায়ের মূর্তিতে রঙের প্রলেপ দেবেন। তবে বাজার চলতি রঙ নয়। সীসামুক্ত রঙে প্রতিমা রঙ করার সচেতনা গড়ার বার্তা দেওয়া হল। বাজার চলতি প্রতিমার রঙে সীসা ভর্তি। একদিকে শিল্পীদের স্বাস্থ্য অপরদিকে বিসর্জনের পর তা জলে মিশে যাওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্যের বিষয়টি বারবার প্রশ্নের মুখে পড়ে। ২০২৪ সালের শুরুতেই গঙ্গা অ্যাকশন কমিটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ১ লা জুলাই পশ্চিমবঙ্গের রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস। তাঁকে শ্রদ্ধা জানিয়ে পুজোর ১০০ দিনের কাউন্ট ডাউন শুরু হল একটু অন্যরকম ভাবে। সম্পূর্ন সীসা মুক্ত বিশেষ পদ্ধতিতে তৈরি রঙে প্রলেপ পড়ল প্রতিমায়।

Advertisement
POST A COMMENT