Advertisement

Puja Parikrama: কলকাতা পুলিশের পুজো পরিক্রমা , উদ্বোধনে নগরপাল

আজ চতুর্থী। সারা বাংলায় শুরু হয়ে গেছে শারদোৎস। বেশিরভাগ পুজোর উদ্বোধন হয়ে গেছে। প্রতিবছরের মতো এবারও কলকাতা পুলিশের বিশেষ পুজো পরিক্রমা প্রণাম উদ্বোধন হল। উপস্থিত ছিলেন নগরপাল মনোজ ভার্মা। এবছর কলকাতা পুলিশের তরফে থেকে যে পুজো দর্শন করা হচ্ছে তার মধ্যে ৪২০ জন সিনিয়র সিটিজেন এবং ২৩০ জন স্পেশাল চাইল্ড দের নিয়ে ২২ টি বাসে করে বড় বড় পূজা প্যান্ডেল ঘুরে প্রতিমা দর্শন করাবে।

Advertisement
POST A COMMENT