Advertisement

Durga Pujo 2023: 'মানুষের কল্পনা শেষ আমাদের ভাবনা শুরু', সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম

এবার ৮৮ তম বর্ষে পা দিতে চলেছে লেবুতলা পার্ক ওরফে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো। খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা করল সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্যোক্তা ও অধিবাসীবৃন্দরা। 'আপনার কল্পনার শেষ আমাদের ভাবনার শুরু' দুর্গাপূজার এই থিম অবলম্বন করেই শুরু শারদ উৎসব। গত বছরের শুরু করা কমিটি কে ৫০০০০ টাকা অনুদান সহ ছেলেমেয়েকে স্টাইপেন দেওয়া হবে জানালেন অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ।

Advertisement
POST A COMMENT