বাংলা ও বাঙালি, বাংলার ইতিহাস। এটাই এবার অশ্বিনীনগর বন্ধু মহল ক্লাবের থিম। সাম্প্রতিককালে বাংলা ভাষা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সেই আবহে পুজোয় বাঙালির ইতিহাসকে থিম করলেন পুজো উদ্যোক্তারা। রীতিমতো গবেষণা করে বাংলার ইতিহাস মণ্ডপে তুলে ধরা হচ্ছে বলে দাবি তাঁদের।