Advertisement

Duttabad Road Collapse: রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি-ভ্যান হঠাৎ পড়ল জলে! দত্তাবাদে ঘটল কী ?

দাঁড়িয়ে থাকা গাড়ি হঠাৎ পড়ে গেল জলে। বৃহস্পতিবার সকালে আচমকায় দত্তাবাদ জোড়া পুকুরের পার ধসে যায়। আর সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চারচাকা গাড়ি এবং একটি ভ্যান সহ গাড়ি পড়ে যায় জলাশয়। রাতে গাড়িটির ওখানে পার্কিং করা ছিল। সকাল বেলায় স্থানীয় লোকেরা দেখতে পায় গাড়িটির কিছুটা অংশ পুকুরের মধ্যে চলে গেছে। পরে গাড়িটিকে জল থেকে তোলা হয়।

Advertisement
POST A COMMENT