Advertisement

ED Arrests Kaustuv Ray: TMC ঘনিষ্ট মিডিয়া ব্যবসায়ী কৌস্তুভ রায় 200 কোটি টাকার হেরাফেরি করেছেন?

কলকাতার বিখ্যাত নিউজ চ্যানেলের মালিক কৌস্তুভ রায় কেন গ্রেপ্তার হলেন? ED তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর হেফাজতে নিল। এই প্রশ্নগুলিই এখন বড় হয়ে উঠছে। আসলে বেআইনি অর্থলগ্নী বা চিটফান্ড সংস্থা পিনকনের সঙ্গে তাঁর সংস্থার আর্থিক চুক্তির বিষয়গুলিই এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের নজরে রয়েছে। ব্যবসায়ী কৌস্তুভ রায়ের বক্তব্য, তিনি নিজের চ্যানেলে ওই চিটফান্ড সংস্থার বিজ্ঞাপন চালিয়েছিলেন কেবলমাত্র। এর থেকে আর বেশি কিছু নয়। এদিকে পিনকন চিটফান্ড কর্তার দাবি শাসক দল তৃণমূলের প্রভাব খাটিয়ে প্রায় 200 কোটি টাকার হেরফের করেছেন কৌস্তুভ রায়

ED arrests businessman Kaustuv Ray

Advertisement