Advertisement

ED Raid at Sujit Bose Residence: 'বেশি অ্যাক্টিং করলে চড়িয়ে দিও,' সুজিতের বাড়িতে ED অফিসারের নির্দেশ VIRAL

নিয়োগ দুর্নীতি মামলায় আজ অর্থাত্‍ শুক্রবার দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালাতে যায় ED। অভিযোগ, শ্রীভূমিতে সুজিতের বাড়ির কলিং বেল দীর্ঘক্ষণ ধরে বাজানোর পরেও কেউ দরজা খুলছিল না। অনেক ক্ষণ পর সুজিত বসুর বাড়ির নিরাপত্তায় থাকা পুলিশের এক কর্মী বেরিয়ে আসেন। ইডি-কে কিছু একটা বলে শোনা যায় তাঁকে। ইডি-র অফিসার এক ধম দিলেন, 'বেশি অ্যাক্টিং করলে চড়িয়ে দেবো।' দেখুন।

Advertisement
POST A COMMENT