Advertisement

Jyotipriya Mallick : রেশন দুর্নীতি কাণ্ডে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ED হানা!

রেশন বন্টন দুর্নীতি মামলায় জনৈক মন্ত্রী ঘনিষ্ট নেতা বাকিবুর রহমানের থেকে এমন কি তথ্য পেলেন যে কারণে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দিল ইডি। পুজোর আমেজ কাটতেই 26 অক্টোবর রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে ইডি হানা। সেই নিয়েই একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে।

ED Raid in Jyotipriya Mallick’s House

Advertisement