Advertisement

Jyotipriya Mallick: রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি

রেশন দুর্নীতির মামলার তদন্তে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি । সকাল থেকেই চলছে তল্লাশি। বৃহস্পতিবার সকালে প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্টলেকের বাড়িতে পৌঁছে যায় ইডির আধিকারিকরা। এর আগে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। আর এবার প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গেল ইডি। জানা গেছে এদিন সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে তল্লাশি অভিযানে বের হন ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে পৌঁছন সল্টলেকের বি সি ব্লকে। সূত্র মারফৎ জানা গেছে, এখন সেখানেই আছেন তাঁরা। সল্টলেকে প্রাক্তন খাদ্যমন্ত্রীর দুটি বাড়িতে তল্লাশি চলছে। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রেকর্ড করা হচ্ছে বয়ানও।

Advertisement
POST A COMMENT