Advertisement

Election Commission KYC App: নির্বাচন কমিশনের নতুন APP, কোন প্রার্থীর কত সম্পত্তি জানুন এক ক্লিকেই

কোন প্রার্থীর কত সম্পত্তি রয়েছে, সেই প্রার্থীর বিরুদ্ধে কোনও ক্রিমিন্যাল রেকর্ড রয়েছে কিনা সে সবই উল্লেখ থাকবে নির্বাচন কমিশনের অ্যাপে। ভোটাররা নিজেরাই নির্বাচন কমিশনের কেওয়াইসি(নো ইয়োর ক্যান্ডিডেট) অ্যাপ থেকে প্রার্থীর ক্রিমিনাল রেকর্ড-সহ অন্য তথ্য পেয়ে যাবেন। উল্লেখ্য,গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকেই এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন। মঙ্গলবার, পাঁচই মার্চ এই মন্তব্য করলেন দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার।

Election Commission KYC App

Advertisement