Advertisement

Fake Currency Note in Kolkata: তিন ব্যাগ টাকা! ধর্মতলায় পাকড়াও মালদার মানোয়ার, পুরোটাই জাল? তদন্তে পুলিশ

মোট ৩ টি ব্যাগ। একটি নিজের সঙ্গে সিটের উপরে। আর দু'টি বাসের ছাদে। দিব্যি বাসে করে মালদা থেকে আসছিলেন এক ব্যক্তি। দেখে কারও সন্দেহ হওয়ার কথাই নয়। কিন্তু এই আপাত সাধারণ যাত্রীর ব্যাগ থেকেই উদ্ধার হল লাখ-লাখ টাকা। নোটের তোড়া দেখে চক্ষু চড়কগাছ পুলিশেরও। ধর্মতলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধৃতের নাম মানোয়ার শেখ। বয়স বছর ৫১ হবে। মালদার কালিয়াচকের বাসিন্দা। মালদা থেকে বাসে ৩টে বড় ব্যাগ নিয়ে উঠেছিলেন। দেখে কারও মনে বিন্দুমাত্র সন্দেহ হবে না। ভাববেন, জেলার বাসিন্দা। বাড়ি থেকে হয় তো বহুদিন পর শহরে আসছেন। কিন্তু এই ব্যক্তির ব্যাগ থেকেই যে এত তোড়া-তোড়া নোট বের হবে, তা কে জানত!

Advertisement
POST A COMMENT