সাপের কামড় থেকে বাঁচতে এবার নিজেরাই নিজেদের সুরক্ষার বন্দোবস্ত করল নিউটাউনের একটি বহুতল কর্তৃপক্ষ। জানা গিয়েছে নিউটাউনের অ্যাকশন এরিয়া থ্রিতে থাকা ELITA GARDEN VISTA আবাসন কর্তৃপক্ষ প্রায় কুড়ি ভায়াল সাপের বিষের প্রতিষেধক সিরাম কিনেছে। জানা গিয়েছে নিউটাউনের ওই আবাসনে প্রায়ই কালাচ, চন্দ্রবোড়ার মতো সাপের দেখে মেলে। একবার তো আবাসনের একটি ফ্ল্যাটের টয়লেটে ঢুকে পড়েছিল সাপ। আর এই সাপের আতঙ্ক থেকে বাঁচতে নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সাপের বিষের প্রতিষেধক সিরাম কেনার ব্যাপারে উদ্যোগী হয় আবাসন কর্তৃপক্ষ। উল্লেখ্য, নিউটাউনের এই আবাসন থেকে বেরিয়ে স্থানীয় স্বাস্থকেন্দ্রে পৌঁছতে সময় লাগে প্রায় 45 মিনিটের মতো।
Fear of disease outbreak snake infestation lurks in New Town