scorecardresearch
 
Advertisement

FIFA World Cup 2022: ফুটবল জ্বরে কাবু কলকাতা, মেসি-রোনাল্ডের কাটআউটে ছয়লাপ পাড়া-মহল্লা

FIFA World Cup 2022: ফুটবল জ্বরে কাবু কলকাতা, মেসি-রোনাল্ডের কাটআউটে ছয়লাপ পাড়া-মহল্লা

আছড়ে পড়ল বিশ্বকাপের ঝড়। তার জেরে উৎসবের চেহারা নিয়েছে কলকাতার। কলকাতা মানেই ফুটবলের শহর। ফুটবল নিয়ে আবেগ এই শহরের রয়েছে। তাই আট থেকে আশি তাই ফুটবলে মেতেছে। ফুটবল মানেই বাঙালি এবং আর চায়ের কাপের তুফান। ফুটবলের মক্কা কলকাতা তিনশো বছরের পুরনো শহর। ফুটবলের লড়াই বিশ্বের যে প্রান্তেই হোক না কেন কলকাতা তাতে মেতে ওঠে। নিজের দেশ অংশ না নিলে কী হবে? কোনও অংশে ফুটবল জ্বরে কমতি নেই কলকাতায়। 'সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল', এই গানের লাইন লেখা তো ওই কারণেই। বিশ্বকাপ জ্বরে আক্রান্ত কলকাতা তাই সেজে উঠছে। বিভিন্ন কাটআউটে নিজেদের পাড়া, গলি সাজাচ্ছে ক্লাবগুলি। কোনও ক্লাব ব্রাজিলের সাপোর্টার, কেউ বা আবার মেসি আর আর্জেন্টিনার ভক্ত। হরিশ চ্যাটার্জী স্ট্রিটের ৬২ পল্লির ফুটবল ভক্তরা মেসি, রোনাল্ডো, এমবাপে-সহ বহু তারকার কাটআউটে ভরিয়ে দিয়েছে এলাকা। টাঙানো হয়েছে খেলার সময়সূচিও। বাঘাযতীন গাঙ্গুলি বাগানে লিওনেল মেসির ফ্যান ক্লাব রয়েছে। মহাতারকার শেষ বিশ্বকাপের কারণে তাই ক্লাব চত্ত্বর সেজেছে রঙিন কাটআউটে। মেসি ভক্ত ক্লাব বলে সেখানে একমাত্র মেসিই নেই। বিশ্বকাপে অংশ নেওয়া সব দেশের পতাকা, দলের সেরা খেলোয়াড়দের ছবি লাগানো হয়েছে।

FIFA World Cup 2022 Fever Grips Kolkata

Advertisement