Advertisement

Firhad Hakim on Calcutta Corporation Online Services: 'কর্পোরেশনের সব কাজ এবার অনলাইনেই,' ঠিক কী জানালেন মেয়র?

বিভিন্ন বিভাগ নিয়ে বৈঠক করা হচ্ছে। জমির কোনও মালিক না থাকলে সেই জমি পুরসভার হয়ে যাবে। সার্ভে রিপোর্টের জন্য অনেক কাজ পড়ে থাকে। তাই এবার থেকে সার্ভে রিপোর্ট দরকার কি না আধিকারিকদের দায়িত্ব দেওয়া হবে। বিল্ডিংয়ের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট দেখে নেওয়া হবে। কলকাতার কোনও জমি অ্যাসেসমেন্ট ছাড়া থাকবে বা। অনলাইনে অ্যাসেসমেন্ট উপরে জোর দেওয়া হবে। কোনো কাগজে কাজ আর হবে না। সব কাজ অনলাইন হবে। জানালেন ফিরহাদ হাকিম।

Firhad Hakim on Calcutta Corporation Online Services

Advertisement