Advertisement

Firhad Hakim Son-in-Law Joined TMC: তৃণমূলে মোহভঙ্গ ফিরহাদের জামাইয়ের, যোগ দিলেন কংগ্রেসে

দল ছাড়লেন নগরোন্নায়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মন্ত্রীর জামাই ইয়াসির হায়দার (Yaseer Haidar)। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর পাশে দাঁড়িয়ে জানালেন দল ছাড়ার কারণ। তৃণমূলে 'টাইগার' নামে পরিচিত। একুশে নির্বাচনের আগে একাধিকবার দলের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেন। এবার পাকাপাকিভাবে দল ছাড়লেন মন্ত্রীর জামাই।

Advertisement
POST A COMMENT