scorecardresearch
 
Advertisement

VIDEO: স্বাধীনতার পর এই প্রথম CPIM হেডকোয়ার্টার্সে জাতীয় পতাকা উত্তলন!

VIDEO: স্বাধীনতার পর এই প্রথম CPIM হেডকোয়ার্টার্সে জাতীয় পতাকা উত্তলন!

১৫ ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস (Independence Day) এর দিন সমস্ত সরকারি এবং বেসরকারি অফিসেই উত্তোলন করা হয় ভারতের জাতীয় পতাকা (Indian National Flag)। এটা নতুন কিছু নয়, তবে গত তিন-চার দিন ধরে একটি জল্পনা বঙ্গ রাজনীতিতে দেখা দিয়েছে যে, দীর্ঘ ৭৪ বছর পর এই প্রথম বার সিপিআইএম (CPIM) তাদের কলকাতা হেডকোয়ার্টার্স (Kolkata headquarters) অর্থাৎ আলিমুদ্দিন স্ট্রিটের অফিসে এবার স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করতে চলেছেন। কেনো হঠাৎ এই সিদ্ধান্ত ? কেনই বা এই বিষয় নিয়ে নানান তির্যক মন্তব্য করছেন বিরোধীরা? সব প্রশ্নের উত্তরে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। দেখুন ভিডিও।

Advertisement