Advertisement

Gold Price Update: কমল সোনার দাম, কলকাতায় কত?

শুক্রবার 7 এপ্রিল, দেশের বেশির ভাগ শহরে সোনার দাম কমেছে। কলকাতায় শুক্রবার 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম রয়েছে 55,800 টাকা। বৃহস্পতিবার 6 এপ্রিল এই দাম ছিল 55 হাজার 900 টাকা। অর্থাৎ 100 টাকা কমেছে দাম। কলকাতায় 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম শুক্রবার পোঁছে গিয়েছে 60, 870 টাকায়। বৃহস্পতিবার এই দাম ছিল 60,980 টাকা। অর্থাৎ 110 টাকা কমেছে দাম। শুক্রবার মুম্বইতেও 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে 55,800 টাকায়। বৃহস্পতিবার 6 এপ্রিল এই দাম ছিল 55 হাজার 900 টাকা। মুম্বইতে 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম শুক্রবার পোঁছে গিয়েছে 60, 870 টাকায়। বৃহস্পতিবার এই দাম ছিল 60,980 টাকা। শুক্রবার, চেন্নাইতে 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম রয়েছে 56,400 টাকা। যেটা বৃহস্পতিবার ছিল 56,500 টাকা। চেন্নাইতে 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম শুক্রবার পোঁছে গিয়েছে 61,530 টাকায়। বৃহস্পতিবার এই দাম ছিল 61,640 টাকা। ভারতে সোনার দাম অনেক কিছুর উপর নির্ভর করে ঠিক করা হয়। দেশীয় টাকা ও ডলারের মূল্য, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এবং দেশের অভ্যন্তরে থাকা সোনার বাজার দেখে ঠিক করা হয় সোনার দাম। এছাড়া বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন করের হার থাকায় সোনার দামও ভিন্ন হয়ে থাকে।

gold rate in Kolkata

Advertisement