Advertisement

Sukanta Majumdar On TMC Shahid Diwas 2022: “এটা হাইজ্যাক করা শহিদ দিবস", কটাক্ষ BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

“এটা হাইজ্যাক করা শহিদ দিবস। কাল বিসমদ খাইয়ে ১১ জন মানুষকে মেরে ফেলা হয়েছে। আজ তারই সেলিব্রেশন হচ্ছে হয়তো।” তৃণমূলের শহীদ দিবস নিয়ে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এদিন দলীয় কর্মসূচিতে হাওড়া ও বর্ধমান যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দ্রৌপদী মুর্মুর জয় প্রসঙ্গে তিনি বলেন, “জয় নিশ্চিত। আমরা প্রতিটি মণ্ডলে মণ্ডলে এই জয়কে সেলিব্রেট করব। আমরা বিভিন্ন আদিবাসী গ্রামে গিয়ে তাদের সঙ্গে এই আনন্দে সামিল হব।”

"It's Hijacked Shahid Diwas", Says BJP State President Sukanta Majumdar

Advertisement
POST A COMMENT