শ্রীভূমি পুজো উদ্বোধনে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর হাজারের উপর গান মুখস্থ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'তাঁর বাড়িতে বড় রেকর্ড প্লেয়ার ছিল, এমন কোনও গান নেই যে বাবা কিনতেন না, সেগুলো বাবাও শুনতো, সাথে সাথে আমিও শুনতাম। তাই আমার কিছু না হলেও হাজারের উপর গান মুখস্থ। তিনি বলেন, ছোট বেলায় গান শিখেছিলেন দুবছর। তারপর বাবা হারমোনিয়ামটাই বিক্রি করে দিলেন।'