অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে বা টি টুয়েন্টি সিরিজের জন্য দলে রাখা হয়নি ভারতীয় পেসার মহম্মদ শামিকে। সেই বিষয়ে মুখ খুললেন ক্রিকেটার নিজেই। আক্রমণ করলেন টিম ম্যানেজমেন্টকে। শোনা গিয়েছিল শামি ফিট নন। তাঁর চোট রয়েছে। সেই কারণে আগের মতো সমান দক্ষতায় বল করতে পারছেন না। তবে তাঁর ফিটনেস নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দেন তিনি। সাফ জানান, তিনি ফিট। বলেন, তিনি ম্যাচের জন্য প্রস্তুত। জোরের সঙ্গে দাবি করেন, তিনি যদি চারদিনের রঞ্জিট্রফি খেলতে পারেন তাহলে একদিনের ৫০ ওভারের ম্যাচ কেন খেলতে পারবেন না?